Wellcome to National Portal

৮নং শংকরপুর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম।"নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব । নাগরিক অধিকার করতে সুরক্ষন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন । " চলে আসুন ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদে,নিভূল জন্ম-মিৃত্যু নিবন্ধন করুন। বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে যোগাযোগ করুন -হটলাইন নম্বর: 109 এবং টেলিফোন নম্বর : 02589921043 এবং নারী ও শিশু নির্যাতন হলে ফোন করুন : 999। মোঃ আতাউর রহমান,চেয়ারম্যান,৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদ-০১৭১৫৫৭৭৪৬০। এখন থেকে ৮নং শংকরপুর ইউনিয়নে অনলাইনে ট্রেড লাইসেন্স প্রদান করা হচ্ছে, প্রয়োজনীয় যা কাগজ লাগবে-১কপি পাসপোর্ট সাইজের ছবি,ভোটার আইডি কার্ড,হোল্ডিং নং ও ব্যবহৃত মোবাইল নম্বর।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মোহনপুর স্মৃতিসৌধ
স্থান
মোহনপুর, ৮নং শংকরপুর, সদর-দিনাজপুর।
কিভাবে যাওয়া যায়
দিনাজপুর শহর থেকে ১৭-১৮ কিঃমিঃ এবং ফুলবাড়ী উপজেলা থেকে প্রায় ২৪-২৫ কিঃমি দুরে এটি অবস্থিত। এখানে আসার সহজতম উপায় হলো বাস। দিনাজপুর শহর থেকে বাস ভাড়া ২৫/- (জন প্রতি) এবং ফুলবাড়ী উপজেলা থেকে =৩৫/- (জনপ্রতি)। এছাড়াও মাইক্রবাস, অটো , টেম্পু যোগেও এখানে আসা যায়।
বিস্তারিত

১৯৭১'র ২৬শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর ১৬ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। ত্রিশ লক্ষ অকুতোভয় দেশ প্রেমিক বাংঙ্গালি স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেন। এই সৃতিসৌধ আপাময় জনসাধারণের বীরত্বপূর্ণ লড়ায়ের স্মরণে নিবেদিত এবং শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। সৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণের আয়তন ৩৪ হেক্টর (৮৪ একর)। এ ছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও ১০ হেক্টর(২৪ একর)এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। এই সৃতিসৌধ সকল দেশ প্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দি রচনা করেছে।