ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদানের সময়সীমা |
সেবা প্রদানের পদ্বতি |
সেবা প্রদানের স্থান |
১ |
ভূমি উন্নয়ন কর |
তাৎক্ষণিক |
Land Devlopment Tax 1976 অনুযায়ী সাথে সাথে দাখিলা প্রদান করা হয়। |
ইউনিয়ন ভূমি অফিস |
২ |
নামজারী ও জমাখারিজ |
সর্বোচ্চ ৪৫ দিন |
সরকারী ফি: আবেদনের কোর্ট ফি- ২০/- রেকর্ড সংশোদন ফি ২০০/ নোটিশ জারী ফি (অনধিক ৪ জনের জন্য) ২/- খতিয়ান ফি ৪৩/- ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং কানুনগো এর প্রতিবেদন প্রাপ্তির পর নোটিশ জারীর মাধ্যমে উভয় পক্ষের শুনানী গ্রহণ করা হয়। শুনানীর সময় মূল কাগজপত্র দেখা হয়। এছাড়া এল.টি নোটিশ প্রাপ্তির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে নামজারী করা হয়ে থাকে। |
উপজেলা ভূমি অফিস/ ইউনিয়ন ভূমি অফিস |
৩ |
পেরী-ফেরী ভূক্ত হাট-বাজারের অস্থায় ১সনা বন্দোবস্ত প্রদান/নবায়ন |
৭ দিন |
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সুপারিশসহ প্রতিবেদনের আলোকে লীজের শর্ত ভঙ্গ না করলে নির্ধারিত হারে লীজমানি গ্রহণপূর্বক নবায়ন করা হয় এবং ডি.সি.আর প্রদান করা হয়। |
উপজেলা ভূমি অফিস |
৪ |
ভিপি একসনা বন্দোবস্ত নবায়ন |
৭ দিন |
ঐ |
ঐ |
৫ |
ভিপি তিন সনা মেয়াদী পকুর, জলাশয়, ফলের বাগান প্রকাশ্য নিলামে ইজারা প্রদান |
-------- |
নীতিমালা অনুয়ায়ী নিলাম কমিটির মাধ্যমে প্রকাশ্য ইজারা প্রদান করা হয়। |
ঐ |
৬ |
কৃষি খাস জমি বন্দোবস্ত |
-------- |
১৯৯৭ ইং সনের কৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা অনুয়ায়ী উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির মাধ্যমে প্রস্তাব জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির নিকট প্রেরণ করা হয়। বিস্তারিত তথ্যের জন্য উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করুন। |
জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস |
৭ |
অকৃষি খাস জমি বন্দোবস্ত |
------ |
১৯৯৫ ইং সনের অকৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী বন্দোবস্ত প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়। |
ঐ |
৮ |
পেরী-ফেরী ভূক্ত হাট-বাজারের অর্ধশতক ভূমি একসনা বন্দোবস্ত |
------- |
প্রকৃত ব্যবসায়ীর অনুকহলে নীতিমালা অনুয়ায়ী লীজ প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব করা হয়। |
উপজেলা ভূমি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর। |
৯ |
সৃজিত খতিয়ান এবং নথির সার্টিফাইড কপি প্রদান |
-------- |
২০/- টাকার কোর্ড ফি সংযুক্ত করে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর বিধিমোতাবেক সার্টিফাইড কপি সরবরাহ করা হয়। |
উপজেলা ভূমি অফিস |
১০ |
ব্যক্তিগত ভূমি নিয়ে বিরোধ এবং অবৈধ দখল পূনরুদ্বার |
-------- |
একজন বিজ্ঞ আইনজীবির মাধ্যমে The specific relief act, 1877 এর ৮ ও ৯ ধারা মোতাবেক বিজ্ঞ দেওয়ানী আদালতে দায়ের করতে পারবেন। ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা অনুয়ায়ী বিজ্ঞ ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারী মামলা দায়ের করে ও দখল পূনরুদ্বার করা যায়। |
বিজ্ঞ দেওয়ানী ও ফৌজদারী আদালতে |
১১ |
নালিশী ভূমির সীমানা চিহ্নিতকরণ |
-------- |
ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির সীমানা নির্ধারণ উপজেলা ভূমি অফিসের কানুনগো/সার্ভেয়ার দ্বারা করানো হয় না। সরকারী স্বার্থে সীমানা নির্ধারণ করা হয়। |
উপজেলা ভূমি অফিস |
১২ |
রেন্ট সার্টিফিকেট মামলা |
-------- |
ভুমি উন্নয়ন করের বকেয়া দাবী, সরকারী পাওনা, Puplic Deamand Recovery act 1913 অনুয়ায়ী আদায় করা হয়। |
ঐ |
১৩ |
সরকারী ভূমির শর্ত ও স্বার্থ রক্ষা, সায়রাত মহাল এবং সরকারী খাস ভূমি অবৈধ দখলমুক্ত করা |
-------- |
The State Acquisition & Tenarcy act, 1950, The Tenarcy act, 1955 এবং The Survey act 1875, সহ বিভিন্ন ভুমি আইনের আলোকে এবং ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন ম্যানুয়েল এবং ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়েল অনুয়ায়ী কার্যক্রম গ্রহণ করা হয়। |
ঐ |
১৪ |
তথ্য, পরামর্শ ও অভিযোগের জন্য |
তাৎক্ষণিক |
উপজেলা ভূমি অফিসের ‘তথ্য, পরামর্শ অভিযোগ, ও সহায়তা সেল’ এ রক্ষিত অভিযোগ লিপিবদ্ধ করতে পারবেন। ভূমি সংক্রান্ত তথ্য ও পরামর্শের জন্য উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করুন। ভূমি সংক্রান্ত বিষয়ে আপনার যেকোন সমস্যা, অভিযোগ, তথ্য বা পরামর্শের জন্য সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এর সাথে সাক্ষাৎ করতে পারবেন। |
ঐ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস