Wellcome to National Portal

৮নং শংকরপুর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম।"নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব । নাগরিক অধিকার করতে সুরক্ষন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন । " চলে আসুন ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদে,নিভূল জন্ম-মিৃত্যু নিবন্ধন করুন। বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে যোগাযোগ করুন -হটলাইন নম্বর: 109 এবং টেলিফোন নম্বর : 02589921043 এবং নারী ও শিশু নির্যাতন হলে ফোন করুন : 999। মোঃ আতাউর রহমান,চেয়ারম্যান,৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদ-০১৭১৫৫৭৭৪৬০। এখন থেকে ৮নং শংকরপুর ইউনিয়নে অনলাইনে ট্রেড লাইসেন্স প্রদান করা হচ্ছে, প্রয়োজনীয় যা কাগজ লাগবে-১কপি পাসপোর্ট সাইজের ছবি,ভোটার আইডি কার্ড,হোল্ডিং নং ও ব্যবহৃত মোবাইল নম্বর।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকি পরিকল্পনা

২০১৩-২০১৪ইং

প্রকল্পের নামঃ  ৩নং ওয়ার্ডের  বনতাড়া বালুপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট

প্রকল্পের নামঃ  ৯নং ওয়ার্ডের মরৎ মন্ডলের খাড়ির শাকো হইতে ১ নং য়ার্ডের পূর্ব মহেশ পুর জামতলী পর্যমত্ম খাড়ি খনন ও সংস্কার ।

২০১৪-২০১৫ইং

প্রকল্পের নামঃ  ৫নং ওয়ার্ডের  মনিপুর সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের মাঠ ভরাট

প্রকল্পের নামঃ  দামোদরপুর গ্রামের সামাদিয়া ফুরকানিয়া মাদ্রাসা ঘর সংস্কার

২০১৫-২০১৬ইং

প্রকল্পের নামঃ৯নং ওয়ার্ডের পাঁচকুড় হাজিপাড়া গ্রামের সিকদার পুকুরের দক্ষিন দিক হইতে সাবেক ইউপি সদস্য ওহাব শাহ’র বাড়ী পর্যমত্ম মাটি দ্বারা রাসত্মা সংস্কার । 

প্রকল্পের নামঃ৫নং ওয়ার্ডের মনিপুর পাকা রাসত্মা হতে মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যমত্ম রাসত্মা সংস্কার।                      

২০১৬-২০১৭ইং

প্রকল্পের নামঃ১নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের ডবল হাজী পাড়ার মেসেরের বাড়ীর নিকট হতে

                 আজাহারের বাড়ী পর্যমত্ম ড্রেন নির্মান।

 প্রকল্পের নামঃ২নং ওয়ার্ডের  মোহনপুর গ্রামের আব্দুল কাদেরের বাড়ীর নিকট হতে জেনারেল সাহেবের

                 বৈঠক  ঘর পর্যমত্ম ড্রেন নির্মান ।

 

২০১৭-২০১৮ইং

 

প্রকল্পের নামঃ৩নং ওয়ার্ডের বনতাড়া গ্রামে সইদুরের বাড়ী হতে সাহার দিঘীর শেষ সীমানা পর্যমত্ম ড্রেন নির্মান ।

 

প্রকল্পের নামঃ ৪নং ওয়ার্ডের শালকী কবিরাজ পাড়া সুকুমারের বাড়ী হতে মানিকের বাড়ী পর্যমত্ম ড্রেন নির্মান।


পঞ্চবার্ষিকী পরিকল্পনা

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর দ্বিতীয় তফসিলে ইউনিয়ন পরিষদের কার্যাবলী বর্ণিত হয়েছে। বর্ণিত ৩৮টি কার্যাবলীর প্রথমটিই হচ্ছে ‘পাঁচশালা ও বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি’। সেই দিক থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কার্যাবলীর মধ্যে অন্যতম।

পঞ্চবার্ষিকী পরিকল্পনা কীঃ উন্নয়ন পরিকল্পনা বলতে মূলত জনঅংশগ্রহণমূলক পরিকল্পনাকেই বোঝায়। পরিকল্পনা হলো কর্মসূচির কাঙ্ক্ষিত সফলতার প্রতিচ্ছবি, যা বর্তমান ও ভবিষ্যত অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। পরিকল্পনার অন্যতম প্রধান বিষয়বস্তুগুলোর একটি হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার এবং অপরটি জনগণের মালিকানা সৃষ্টি। আধুনিক যুগে অর্থনৈতিক নীতি বিশেষত জনগণের কাঙ্ক্ষিত স্থায়িত্বশীল উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা অতীত অভিজ্ঞতায় দেখা যায়, দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় উন্ন্য়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে বিচ্ছিন্নভাবে। ফলে এর সুফল পায়নি জনগণ। এ কারণেই স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত অর্থ জনগণের চাহিদা অনুসারে এবং অগ্রাধিকারের ভিত্তিতে সমন্বিত উপায়ে ব্যবহারের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট, খাতভিত্তিক, দীর্ঘমেয়াদি পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের বিধান করা হয়েছে। উল্লেখ্য যে, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ৪৭ ধারার (ঘ) উপধারায় পরিষদের এখতিয়ারভুক্ত যে কোনো বিষয়ে পরিষদের তহবিলের সঙ্গতি অনুযায়ী পাঁচশালা পরিকল্পনাসহ বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত ও বাস্তবায়ন করার বিধান উল্লেখ রয়েছে।

 প্রত্যাশিত ফলাফলঃ

পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন ও বই আকারে প্রকাশ হবে;

ইউনিয়ন পরিষদের ভিশন জানা যাবে;

জনআকাক্সক্ষা ও জনচাহিদার চিত্র পাওয়া যাবে;

চাহিদা অনুযায়ী অগ্রাধিকার চিহ্নিত করা সম্ভব হবে;

ইউনিয়ন পরিষদের সম্পদ প্রবাহ ও বিভিন্ন খাতের অর্থ বরাদ্দের তথ্য পাওয়া যাবে;

ইউনিয়নের নিজস্ব আয়, সরকারি-বেসরকারি বরাদ্দের সাথে জনচাহিদা পূরণের সমন্বয় ঘটবে;

অবাধ তথ্যের প্রবাহ নিশ্চিত হবে;

কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে;

স্থানীয় জনগণের অংশগ্রহণ ও মতামত প্রদান নিশ্চিত হবে;

পূর্ব থেকেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে কাজ শুরু করা যাবে।

২০২০-২০২১ অর্থ বছর হইতে ২০২৪-২০২৫অর্থ বছর পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা

শিক্ষা,স্বাস্থ্য

ও পরিবার পরিকল্পনা


01

বরাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রোজেক্টর ক্রয় ও সরবরাহ।

02

মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চারে খেলার স্লিপার ও দোলনা ক্রয়।

03

বনতারা কমিউনিটি ক্লিনিকের প্রাচীর নির্মান।

কৃষি মৎস্য ও পশুসম্পদ

04

ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরুর রোগের ভ্যাকসিন প্রদান

05

র্শংকরপুর ইউনিয়নে বিভিন্ন পুকুরের রাস্তার ধারে গাইড ওয়াল নির্মান।

পানি সরবরাহ,পয়নিস্কাশন ও ড্রেইন

06

৬নং ওয়ার্ডের যুক্তিপাড়া গ্রামের ঝানজিরা পাড়া মৗলভী খতিব উদ্দীনের বাড়ী হতে হযরত আলীর বাড়ী পর্যন্ত ড্রেন নির্মান।

07

৭নং ওয়ার্ডের শংকরপুর সোনাহার পাড়া জামে মসজিদ হতে আলার বাড়ী পর্যন্ত ড্রেন নির্মান।

08

৮নং ওয়ার্ডের নারায়নপুর গ্রামের মাঝাপাড়ার পশ্চিমে মজিবরের বাড়ীর নিকট রাস্তায় বক্স কার্লভার্ট নির্মান

গ্রামীন অবকাঠামো নির্মান ও রক্ষণাবেক্ষন

09

ইউনিয়নের হতদ্ররিদ্রদের মাঝে সেলাইমেশিন ক্রয় ও সরবরাহ।

সমাজকল্যান ও দূর্যোগ ব্যবস্থাপনা

10

ইউনিয়নের বিভিন্ন অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরন।


ক) গ্রামীন গুরুত্বপূর্ণ রাস্তা ঘাট উন্নয়ন। (খ) ব্রীজ কালভার্ট ইউড্রেন নির্মাণ। (গ) কৃষি কাজে পানি সরবরাহের জন্য রিং পাইপ স্থাপন, মহামারি নিয়ন্ত্রণ ও উপকরণ সরবরাহ। (ঘ) স্কুল মাদ্রাসায়, মসজিদ, পাঠাগার, ঈদগাহ মাঠ, কবরস্থান, মন্দির ও শ্বশান ঘাটের উন্নয়ন। (ঙ) সবার জন্য শিক্ষা কর্মসূচী বাস্তবায়ন ও উপকরণ সরবরাহ। (চ) নিরক্ষরতা দুরীকরণ (ছ) শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন। (জ) ইপিআই কার্যক্রম বাস্তবায়নের সহযোগিতা প্রদান। (ঝ) বাল্যবিবাহ নিরোধ, নারী নির্যাতন নিরোধ ও শিশু বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন। (ঞ) দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন এবং অসহায় লোকদের বসবাসের জন্য আশ্রয় কেন্দ্র স্থাপন ও আর্থিক সহযোগীতা প্রদান। (ট) গ্রামীণ রাস্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের খালি জায়গায় বৃক্ষ রোপন। (ঠ) কৃষকের সহায়তার জন্য কৃষি পরামর্শ কেন্দ্র স্থাপন। (ড) ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনিয়নকে ডিজিটালে রূপান্তর এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিনিময় প্রদান।