Wellcome to National Portal

৮নং শংকরপুর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম।"নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব । নাগরিক অধিকার করতে সুরক্ষন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন । " চলে আসুন ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদে,নিভূল জন্ম-মিৃত্যু নিবন্ধন করুন। বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে যোগাযোগ করুন -হটলাইন নম্বর: 109 এবং টেলিফোন নম্বর : 02589921043 এবং নারী ও শিশু নির্যাতন হলে ফোন করুন : 999। মোঃ আতাউর রহমান,চেয়ারম্যান,৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদ-০১৭১৫৫৭৭৪৬০। এখন থেকে ৮নং শংকরপুর ইউনিয়নে অনলাইনে ট্রেড লাইসেন্স প্রদান করা হচ্ছে, প্রয়োজনীয় যা কাগজ লাগবে-১কপি পাসপোর্ট সাইজের ছবি,ভোটার আইডি কার্ড,হোল্ডিং নং ও ব্যবহৃত মোবাইল নম্বর।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশেষ অর্জন

ক) ভিশন-২০২১ বাস্তবায়ন তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য সামনে রেখে শংকরপুর ইউনিয়ন বাতায়নের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনের প্রসার সম্পর্কিত তথ্যসমূহ নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে ।

খ)  শংকরপুর ইউনিয়ন তথ্য বাতায়নের হোম পেইজ-এ বিদ্যমান ইণ্টারফেস এ জনগণের প্রয়োজনে আরো কিছু উপাদান, যেমন- সিটিজেন চার্টার, ডিজিটাল ডিস্ট্রিক্ট প্রোফাইল, বোর্ড/বিশ্ববিদ্যালয়ের তথ্যাদি, আইন ও পলিসি, ফ্রন্ট ডেস্ক, ইউনিয়ন ডিজিটাল সেন্টারজণগণের সভা, এনজিওদের তালিকা ইত্যাদি সংযোজন করার ফলে তথ্য বাতায়নের দর্শনার্থীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।