Wellcome to National Portal

৮নং শংকরপুর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম।"নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব । নাগরিক অধিকার করতে সুরক্ষন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন । " চলে আসুন ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদে,নিভূল জন্ম-মিৃত্যু নিবন্ধন করুন। বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে যোগাযোগ করুন -হটলাইন নম্বর: 109 এবং টেলিফোন নম্বর : 02589921043 এবং নারী ও শিশু নির্যাতন হলে ফোন করুন : 999। মোঃ আতাউর রহমান,চেয়ারম্যান,৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদ-০১৭১৫৫৭৭৪৬০। এখন থেকে ৮নং শংকরপুর ইউনিয়নে অনলাইনে ট্রেড লাইসেন্স প্রদান করা হচ্ছে, প্রয়োজনীয় যা কাগজ লাগবে-১কপি পাসপোর্ট সাইজের ছবি,ভোটার আইডি কার্ড,হোল্ডিং নং ও ব্যবহৃত মোবাইল নম্বর।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“ডিজিটাল খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা ও কৃষকের অ্যাপ” কৃষক নিবন্ধন চলছে....
বিস্তারিত

সরকারি গুদামে ধান কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি বন্ধে সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে।
====================================
২১ নভেম্বর ৮টি বিভাগের ১৬ টি উপজেলায় পাইলট প্রকল্পের মধ্যে রংপুর বিভাগের রংপুর সদর উপজেলা ও দিনাজপুর সদর উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের কাছ ধান সংগ্রহের জন্য উপজেলা সহকারী প্রোগ্রামার ও ইউনিয়ন উপসহকারী কৃষিকর্মকর্তা এবং ইউডিসির উদ্যোক্তাদের নিয়ে খাদ্য অধিদপ্তরের ‘কৃষক অ্যাপস’ এ কৃষক নিবন্ধনের জন্য প্রশিক্ষন অনুষ্টিত হয়। কৃষক অ্যাপস এর মাধ্যমে তালিকাভুক্ত যে কোনো কৃষক অ্যাপসে প্রবেশ করে জমির পরিমাণ, ফসলের নাম এবং সেই ফসল কী পরিমাণে বিক্রি করতে চান তা জানাতে পারবেন। শস্য বিক্রির টাকা সরাসরি চলে যাবে কৃষকের অ্যাকাউন্টে। কৃষকের আবেদনগুলো লটারির মাধ্যমে চূড়ান্ত করবে এ সংক্রান্ত উপদেষ্টা কমিটি। কী পরিমাণ শস্য কেনা হবে তা জানিয়ে দেয়া হবে মনোনীত কৃষককে এসএমএসের মাধ্যমে। জমির পরিমাণের তুলনায় বেশি ধান বিক্রি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে।
http://fps.dgfood.gov.bd/fps/

প্রকাশের তারিখ
04/12/2019
আর্কাইভ তারিখ
10/12/2019