সরকারি গুদামে ধান কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি বন্ধে সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে।
====================================
২১ নভেম্বর ৮টি বিভাগের ১৬ টি উপজেলায় পাইলট প্রকল্পের মধ্যে রংপুর বিভাগের রংপুর সদর উপজেলা ও দিনাজপুর সদর উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের কাছ ধান সংগ্রহের জন্য উপজেলা সহকারী প্রোগ্রামার ও ইউনিয়ন উপসহকারী কৃষিকর্মকর্তা এবং ইউডিসির উদ্যোক্তাদের নিয়ে খাদ্য অধিদপ্তরের ‘কৃষক অ্যাপস’ এ কৃষক নিবন্ধনের জন্য প্রশিক্ষন অনুষ্টিত হয়। কৃষক অ্যাপস এর মাধ্যমে তালিকাভুক্ত যে কোনো কৃষক অ্যাপসে প্রবেশ করে জমির পরিমাণ, ফসলের নাম এবং সেই ফসল কী পরিমাণে বিক্রি করতে চান তা জানাতে পারবেন। শস্য বিক্রির টাকা সরাসরি চলে যাবে কৃষকের অ্যাকাউন্টে। কৃষকের আবেদনগুলো লটারির মাধ্যমে চূড়ান্ত করবে এ সংক্রান্ত উপদেষ্টা কমিটি। কী পরিমাণ শস্য কেনা হবে তা জানিয়ে দেয়া হবে মনোনীত কৃষককে এসএমএসের মাধ্যমে। জমির পরিমাণের তুলনায় বেশি ধান বিক্রি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে।
http://fps.dgfood.gov.bd/fps/
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস