৩০শে অক্টোবর/২০২৩ রোজ সোমবার দিনাজপুর সদর উপজেলায় ৮নং শংকরপুর ইউনিয়নে জালালপুর গ্রামে আজ মডেল মসজিদ উদ্ভোধন করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষষ্ঠ পর্বে আজ আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম,জেলা প্রশাসক শাকিল আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম,অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান। মডেল মসজিদ উদ্ভোদন শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া হয়।দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সব পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে সরকার ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করে। বিভিন্ন পর্যায়ে এ পর্যন্ত ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস