Wellcome to National Portal

Welcome to No. 8 Shankarpur webportal.

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মোহনপুর স্মৃতিসৌধ
Location
মোহনপুর, ৮নং শংকরপুর, সদর-দিনাজপুর।
Transportation
দিনাজপুর শহর থেকে ১৭-১৮ কিঃমিঃ এবং ফুলবাড়ী উপজেলা থেকে প্রায় ২৪-২৫ কিঃমি দুরে এটি অবস্থিত। এখানে আসার সহজতম উপায় হলো বাস। দিনাজপুর শহর থেকে বাস ভাড়া ২৫/- (জন প্রতি) এবং ফুলবাড়ী উপজেলা থেকে =৩৫/- (জনপ্রতি)। এছাড়াও মাইক্রবাস, অটো , টেম্পু যোগেও এখানে আসা যায়।
Details

১৯৭১'র ২৬শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর ১৬ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। ত্রিশ লক্ষ অকুতোভয় দেশ প্রেমিক বাংঙ্গালি স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেন। এই সৃতিসৌধ আপাময় জনসাধারণের বীরত্বপূর্ণ লড়ায়ের স্মরণে নিবেদিত এবং শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। সৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণের আয়তন ৩৪ হেক্টর (৮৪ একর)। এ ছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও ১০ হেক্টর(২৪ একর)এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। এই সৃতিসৌধ সকল দেশ প্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দি রচনা করেছে।